পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. খাজা জাকারিয়া আহ্মদ চিশ্তী মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় আজ আনুষ্ঠানিকভাবে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার বিকালে একাডেমিক ভবনের ২০৫নং কক্ষে তার এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল এর সভাপতিত্বে এবং উপপরিচালক (জনসংযোগ ও প্রশাসন) মোঃ জাহেদুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক প্রতিনিধিসহ আরও বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান রোটাঃ ডাঃ মোঃ মতিউর রহমান, ট্রেজারার মো. জাহেদুর রহমান, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আতর আলী, বিওটি সমন্বয়ক মোঃ খোরশেদ আলম। এছাড়া আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ মহিউদ্দিন মোল্লাসহ বিভিন্ন অনুষদের শিক্ষক ও কর্মকর্তাগণ।